ফুলবাড়িয়া প্রতিনিধি : গতকাল শনিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত ইউএনও মোহাম্মাদ নাহিদুল করিম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আ: মালেক সরকার, ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন, পারভীন সুলতানা, ফুলবাড়িয়া পৌর সভার মেয়র মো: গোলাম কিবরিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, এনজিও প্রতিনিধি ও টাস্কফোর্স কমিটির সদস্যগণ সভায় অংশ নেন। জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ নিয়ে চলমান জটিলতা নিরসনে বিভিন্ন কৌশল নির্ধারন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নাহিদুল করিম যোগদানের পর এটিই প্রথম সভা। সভায় যোগদান করার জন্য উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান সরকারী এ কর্মকর্তা।