রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

ফুলবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে মোসলেম উদ্দিন এমপি

Reporter Name / ২৯৫ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২, ৮:২৩ অপরাহ্ণ

মো: আব্দুস ছাত্তার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ (বালক অনুর্ধ্ব ১৭) এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ পরিষদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ফুলবাড়িয়া উপজেলা থেকে বার বার নির্বাচিত এমপি জননেতা আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার। এ সময় থানা অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর প্রমুখ। পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ভেন্যু নির্বাচিত করায় আগত অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে.এম শামছুল হক। এ সময় বিভিন্ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
প্রথম রাউন্ড এই মাঠে সকাল ১০ টা হতে কুশমাইল বনাম দেওখোলা, দুপুর ২.১৫ মিনিটে আছিম বনাম বালিয়ান এবং বিকাল ৪.০০ টায় ফুলবাড়িয়া বনাম পুটিজানা মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে প্রথম রাউন্ড শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বাক্তা বনাম রাধাকানাই, দুপুর ২.১৫ মিনিটে নাওগাও বনাম রাঙ্গামাটিয়া এবং বিকাল ৪.০০ টায় ভবানীপুর বনাম কালাদহ মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
১৫ মে পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে দ্বিতীয় রাউন্ড ও শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।
১৭ মে সেমিফাইনাল শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে হবে। ফাইনাল খেলা ১৯ মে বিকাল ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভেন্যু নির্ধারিত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com