মো: আব্দুস ছাত্তার : বাংলাদেশ সরকারের সহযোগি সেবাদান করে আসছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সেবাদানকারী এনজিওগুলোর মধ্যে ওয়ার্ল্ড ভিশন অন্যতম। এনজিও ব্যুরোর মাধ্যমে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হয়ে নির্ধারিত কিছু কর্ম এলাকায় কাজ করে সংস্থাটি। দারিদ্রপীড়িত, পিছিয়ে পড়া জনগোষ্টী কে মুল শ্রোতে ফিরিয়ে নিতে সহযোগিতাই তাদের আসল উদ্দেশ্যে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত এই এনজিওটি ১৯৫০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করলেও বাংলাদেশে তাদের ৫০ বছর পূর্তি। পঞ্চাশ বছর সুবর্ণজয়ন্তী উদযাপনে বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ধারাবাহিকতায় ফুলবাড়িয়ায় বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সেবাদানকারীর সাথে ভ্রাতৃত্বপূর্ণতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হচ্ছে।
বুধবার (১১ মে) ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ৭ টি কর্ম এলাকার ৭৭ জন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। সদরের হেলাল কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছরের কার্যক্রম ও অর্জন উপস্থাপন করেন এপি ম্যানেজার মি. জেমস বিশ্বাস। সেই সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্বও স্থান পায় আলোচনায়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফুলবাড়িয়ার ফিল্ড সুপারভাইজার ফরিদ আহাম্মদ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার প্রেরণা চিসিম।