মো: আব্দুস ছাত্তার : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়ন পরিষদের বালাশ্বর গ্রামে হারভেষ্টার মেশিনের (ধান কাটার যন্ত্র) নিচে চাপা পড়ে সোলেমান (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৯ মে) এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের মিলন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ৪ নং ওয়ার্ডের ইউপি মেম্বার বাবর আলী। তিনি বলেন, বাদী পক্ষের আপত্তি না থাকায় মঙ্গলবার (১০ মে) সকালে ৮০ হাজার টাকায় আপোষ মিমাংসায় লাশ দাফন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার বিকালে বালাশ্বর পূর্বপাড়া গ্রামে ধান কাটার সময় হারভেষ্টার মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু সোলেমান (১০)। সোমবার রাতে স্থানীয়ভাবে ৮০ হাজার টাকায় মিমাংসার পর মঙ্গলবার সকাল ১১ টার দিকে শিশুর লাশ দাফন করা হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বাদীপক্ষকে মামলা করার জন্য থানায় নিয়ে আসা হয়েছিল। মামলা করতে রাজি না হওয়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।