মো: আব্দুস ছাত্তার : সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান পাবলিক সার্ভিস বৃদ্ধি করতে। জনগণ যাতে সঠিক সময়ে সঠিক সেবা পায় তার জন্য আমাদের আন্তরিক হয়ে কাজ করতে হবে। তাই নিজ নিজ দাপ্তরিক কাজের প্রতি আরও বেশি মনযোগি হতে হবে। ফুলবাড়িয়া অনেক পুরাতন উপজেলা স্থাপনা সংকট থাকতে পারে সেটিও পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। তাই বলে পাবলিক সার্ভিসে সংকট তৈরি করা যাবে না।
বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কর্মরত সকল অফিসার ও স্টাফদের সাথে মত বিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম এসব কথা বলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার বলেন, সরকারী সেবা নিশ্চিত করতে হবে। অনেকে অফিসে অনিয়মিত সেটি কোনভাবেই কাম্য নয়। সকলকে মনে রাখতে হবে আপনারা সকলেই সরকারের আমলা। জনগণকে সেবা দেওয়াই আপনাদের কাজ। সময়মত অফিসে আসবেন এবং সেবা দিবেন। সকলে মিলে শেখ হাসিনার বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে কাজ করতে হবে।
মত বিনিময় সভায় বিভিন্ন অফিস প্রধানদের নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।