মো: আব্দুস ছাত্তার : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১৫ টি গ্রামের হতদরিদ্রদের ১৫২ টি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার কেশরগঞ্জ মীম প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গন হতে মঙ্গলবার (১৮ জানুয়ারি) এ সব কম্বল অসহায় ও ছিন্নমুল মানুষের হাতে তুলে দেওয়া হয়। রেমিট্যান্সযোদ্ধাদের অর্থায়নে ক্রয়কৃত কম্বল নির্ধারিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রবাসী মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ ইউনিট প্রধান মোয়াজ্জেম হোসেন মাস্টার সহ অন্যান্য ইউনিট লিডারবৃন্দ ও ক’জন প্রবাসী।
এ সংগঠন ইতিমধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজের মাধ্যমে সমাজে মানুষের মনে জায়গা করে নিয়েছে।