মো: আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজার হাজী রোডস্থ শহিদুলের ফলের দোকানে আগুনে পুড়ে মারা গেছে আবু রায়হান (১৬) নামের এক কিশোর। রবিবার ভোর রাত ৩টার দিকে পৌর সদরের এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রায়হান একই উপজেলার বাক্তা গ্রামের রজব আলীর পুত্র।
স্থানীয়রা জানান, বাজারে রাতের ডিউটিরত নিরাপত্তা কর্মীরা রাত ৩টার দিকে হঠাৎ হাজী রোডের শহিদুলের ফলের দোকানে আগুনের লেলিহান ও প্রচুর ধোয়া দেখতে পায়। তাদের ডাক চিৎকারে অন্য দোকান ও বাসার লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভেতরে গিয়ে ঘুমন্ত অবস্থায় এক কিশোরকে দেখতে পায় ফায়ার সার্ভিস কর্মীরা। এতে প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রায়হান দোকান মালিকের শ্যালক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. শাহজাহান মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রচুর ধোয়া দেখতে পাই, দোকান তালাবদ্ধ অবস্থায় পেয়ে তা ভেঙ্গে ভেতরে প্রবেশ করি তখনও ধোয়ায় আচ্ছন্ন ছিল। ফলের দোকানে অনেক প্লাস্টিক থাকায় সেগুলো পুড়ে এমন ধোয়া হয়েছে। প্লাস্টিকের ঝুড়ি সড়িয়ে ছেলেকে মৃত অবস্থায় পাই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।