মো: আব্দুস ছাত্তার : বিশ্ব মা দিবসে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দিবসের আয়োজন করে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভীন এর সঞ্চালনায় র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, শিক্ষা অফিসার আব্দুল্যাহ আল বাকী, যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ, ভবানীপুর ইউপি চেয়ারম্যান জবান আলী সরকার প্রমুখ।