ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ইচাইল খামারচক এলাকায় মশার কয়েলের আগুনে দগ্ধ হয়েছে এক কৃষকের ৮টি গরু। সোমবার ভোররাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন গরুকে মশার উৎপাত থেকে রক্ষা করতে গরুর মালিক মশার কয়েল দিয়ে থাকেন। সোমবার দিনগত রাতে কিভাবে মশার কয়েল থেকে আগুন ধরে গেল বুঝে উঠতে পারছেন না তারা। ভোররাতে গরু বাহির করার জন্য গোয়াল ঘরের কাছে গিয়ে দেখেন প্রচুর ধোঁয়া। পরক্ষণেই দেখতে পান ঘরে আগুন। ডাকাডাকি শুরু করলে স্থানীয় প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ সময় আগুনে মারাতœক আহত হয় হাতেম আলী ৪টি, ছেলে আকরাম হোসেন ৩টি, ছেলে কায়েম ১টি মোট ৮টি। বেশি ক্ষতিগ্রস্থ ২টি গরু ময়মনসিংহের এক কসাই আট ভাগের একভাগ মুল্যে ক্রয় করেন।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শ^াসনালী পুড়ে না থাকলে গরুদের চিকিৎসা দিলে ভালো হওয়ার সম্ভবনা আছে। তবে একটু সময় লাগবে।