মো: আব্দুস ছাত্তার : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মো: মোসলেম উদ্দিন। বৃহস্পতিবার ১৭ মার্চ বিকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান শেষে মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, পৌর মেয়র গোলাম কিবরিয়া, ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমিন বিউটি, ওসি তদন্ত শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক, সাবেক ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, আনসার ভিডিপি অফিসার রতœা ইসলাম প্রমুখ