মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) : ১২-১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজার টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘আখালিয়া হেলথ সেন্টার লি:’ এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ, পৌর মেয়র গোলাম কিবরিয়া, ‘আখালিয়া হেলথ সেন্টার লি:’ চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. ইমদাদুল হক সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ জানান, ফাইজার টিকা দিতে জেনারেটর সমৃদ্ধ শীততাপ নিয়ন্ত্রিত স্থানের প্রয়োজন বিধায় প্রাথমিকভাবে আখালিয়া হেলথ সেন্টারকে সিলেকশান করা হয়েছে। হাসপাতালেও রুম প্রস্তুত করা হচ্ছে, আমাদের যেগুলো আছে সেগুলোতে নিয়মিত টিকা ও সাধারণ মানুষের প্রথম ও দ্বিতীয় ডোজ চলমান। ফলে জায়গা সংকুলান না হওয়ায় বিকল্প স্থান খুঁজা হচ্ছিল। আমাদের আরও স্থানের প্রয়োজন হবে, কেননা সরকারের নির্দেশনা হচ্ছে ১৫ জানুয়ারির মধ্যে ৫৭ হাজার টিকাদান কার্যক্রম শেষ করতে হবে। তবে আমরা ১৫ তারিখের মধ্যে না শেষ করতে না পারলেও এ মাসের মধ্যে শেষ করতে কাজ করছি।