মো: আব্দুস ছাত্তার : সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের পৃথক পৃথক কর্মসূচিতে উদযাপন করেছে।
উপজেলা প্রশাসন : এদিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মহান মুক্তিযোদ্ধের স্মৃতিসৌধের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ৭টায় পুষ্পস্তবক অর্পণ, ১০টায় জাতীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগ, ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, পৌর মেয়র মো: গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ হারুন অন্যান্যদের মধ্যে অংশ নেন। বিকালে উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ হারুন।