মো: আব্দুস ছাত্তার : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত ১৪ জন ডাক্তার যোগদান করেছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যোগদান করতে হাসপাতালে এলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হারুন আল মাকসুদ, মেডিকেল অফিসার ডাঃ সাইদুর রহমান, ডা: অর্পিতা সরকার প্রমুখ। এক সাথে ১৪ জন ডাক্তার যোগদান করায় আগত রোগি, সেবা গ্রহিতা ও স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার জেগেছে। তারা মনে করেন সরকার এতগুলো ডাক্তার দেওয়ার ফলে এদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে হাসপাতালে সেবার মান বৃদ্ধি পাবে এবং রোগি হয়রানি কমে আসবে।