সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ফুলবাড়িয়া হাসপাতালে ৫হাজার মাস্ক হস্তান্তরে রোটারি ক্লাব

রির্পোটারের নাম / ১৮১ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২, ৭:৩৬ অপরাহ্ণ

মো: আব্দুস ছাত্তার : রোটারি ক্লাব অফ উত্তরার পক্ষ থেকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের উপহার হিসেবে ১ হাজার কেএন ৯৫ মাস্ক ও ৪ হাজার সার্জিক্যাল মাস্ক সোমবার হস্তান্তর করা হয়েছে। রোটারি ক্লাব অফ উত্তরার প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি-র ঢাকা ব্যুরো প্রধান জুলহাস আলম রিপন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ ও আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা: হারুন আল মাকসুদ এর হাতে আনুষ্ঠানিকভাবে এই মাস্ক তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ইউনিয়নের সদ্য বিদায়ী চেয়ারম্যান সালিনা চৌধুরী সুষমা সহ অন্যান্য কর্মকর্তাগণ।

আন্তর্জাতিক সেবা সংস্থা রোটারি ইন্টারন্যাশনাল এর আওতাভুক্ত রোটারি ক্লাব অফ উত্তরার সভাপতি ও ফুলবাড়িয়ার কৃতি সন্তান জুলহাস আলম বলেন, রোটারি বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা মহামারি মোকাবেলায় নানাবিধ কাজ করে চলেছে। করোনার কারণে কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী প্রদানসহ স্বাস্থ্য উপকরণ সরবরাহ করে আসছে রোটারি ক্লাব অফ উত্তরা। রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর অধীন এই ক্লাবটি বিভিন্ন হাসপাতালে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমি আজ খুবই খুশি যে ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এই উপহার তুলে দিতে পারলাম। এ থেকে ডাক্তার, নার্সসহ সকলে উপকৃত হবেন বলে আশা করি। বিশেষ করে ওমিক্রন মোকাবেলায় আমাদের প্রস্তুতি নেবার প্রয়োজন আছে।

তিনি এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এ উপহার সাদরে গ্রহণ করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com