মো: আব্দুস ছাত্তার : দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে ফুলবাড়িয়ায় জাতীয় পার্টী অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান অতিথি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। এ সময় উপজেলা জাপার আহ্বায়ক নাজমুল হক সরকার, মোস্তাফিজুর রহমান বিএসসি, এড. হাবিবুল্লাহ হাবিব প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন।