ফুলবাড়ীয়া : আজ বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে। বেলা ১২ টা হতে বিকাল ৩টা পর্যন্ত অনশন চলাকালীন বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল করিম সরকার, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ মাসুদ, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও জিএস মো. কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাখন, সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান আনিছ, বিএনপি নেতা সারোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি আনার সাদত আনার, সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরতি ই কামাল উজ্জল, উপজেলা ছাত্রদল সদস্য সচিব আলামিন সা’দত সহ অন্যরা। অনশন কর্মসূচী ভাঙ্গান ফুলবাড়ীয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল হাকিম।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এ অনশন কর্মসূচী পালন করে বিএনপি।