স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (৭ই এপ্রিল) ভোর ৪টায় র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার হত্যা মামলার ১০ (দশ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ফজলুল হক@ফজলু (৬৫), পিতা-মৃত আবেদ আলী মন্ডল, সাং- বদ্দিবাড়ী, থানা-ফুলবাড়ীয়া মডেল, জেলা-ময়মনসিংহকে ঢাকা মিরপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য, উক্ত আসামী ১৯৯৩ সালে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থাানাধীন আজমতপুর এলাকায় ডাকাতি করতে গিয়ে একজনকে হত্যা করে। আসামী উক্ত মামলায় জামিনে এসে আত্মগোপন করে। পরবর্তীতে এই মামলায় তার ১০ (দশ) বছরের সাজা হয়। এরপর থেকে সে বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে গা ঢাকা দিয়েছিল। অবশেষে বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাকে সনাক্ত করে ০৭ই এপ্রিল- ভোর ৪টায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। কোতয়ালী থানার মামলা নং- ৩৯(৪)৯৩, জিআর-২১০(২)৯৩, তারিখ-০২/১২/২০২১ খ্রি. ধারা-৩৯৬ পেনাল কোড । উক্ত সাজাপ্রাপ্ত আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে ফুলবাড়ীয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।