রঞ্জন মজুমদার শিবু : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। সোমবার (৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ১৮ মিনিটের অলিখিত ভাষণ ছিল আমাদের চাওয়া পাওয়ার দলিল। এই ভাষণে অনুপ্রানিত হয়ে বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরে। এই ভাষণেই ইতিহাস সৃষ্টি হয়েছে এবং আমরা স্বাধীনতা ও মুক্তি পেয়েছি। তিনি আলো বলেন, আমরা স্বাধীন হয়েছি কিন্তু অর্থনৈতিক ভাবে এখনও স্বাবলম্বী হয় নাই। তাই প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা, রেঞ্জ ডিআইজি’র কার্যালয় পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সৈয়দ হারুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা শিশু একাডেমির কর্মকর্তা, মুক্তিযোদ্ধা বৃন্দ ও শিশু কিশোর অভিবাবক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ মার্চ উপলে জেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাংকন ও ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।