স্টাফ রিপোর্টার ঃ গতকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। প্রতি বছরের মতো এবারেও সারাদেশে শিশুদের নিয়ে নানা আয়োজনে পালন করা হয়েছে দিবসটি। এই উপলক্ষ্যে গতকাল ১৭ মার্চ (বৃহস্পতিবার) ময়মনসিংহ নগরীর চরপাড়াস্থ পারমিতা চক্ষু হাসপাতাল (প্রাঃ) এর সত্ত্বাধিকারী (পরিচালক) বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সমাজ সেবক ডাঃ হরিশংকর দাশ দিনব্যাপী বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেন। ডাঃ হরিশংকর দাশ এর এই মহতি উদ্যোগকে রোগীসহ জনসাধারন প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করেন। একজন রোগী বলেন, ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলেই ডাক্তারের ফি, বিভিন্ন পরীক্ষাসহ হাজার, হাজার টাকা খরচ হয়ে থাকে। অথচ ডাঃ হরিশংকর দাশ, আমাদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছেন। এই ডাক্তার দাদাকে আল্লাহ যেন, দীর্ঘজীবি করেন। এভাবে অনেক রোগী এমন প্রশংসা করেছেন।
ডাঃ হরিশংকর দাশ সরকারী বিভিন্ন জাতীয় দিবসগুলোতেও এমনভাবেই বিনামূল্যে চিকিৎসা করেন যেসব গরীব রোগী টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না তাদের্েক,। মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ অনেককেই বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকেন ডাঃ হরিশংকর দাশ। বিশ্বব্যাপী মহা-মারী করোনাকালে কোন ডাক্তার, কোন রোগী দেখে নাই, কিন্তু ডাঃ হরিশংকর দাশ সেই করোনার সময়েও জীবনের ঝূঁকি নিয়ে চিকিৎসা সেবা চালিয়ে গেছেন।