স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী -২০২২ খ্রি. এর আওতায় জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহ এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় সদর উপজেলার অনূর্ধ্ব-১৬ বছরের বালক/বালিকাদের সপ্তাহব্যাপী সাঁতার প্রশিণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা সুইমিং পোল প্রাঙ্গনে সাঁতার প্রশিণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম। জেলা ক্রিড়া অফিসার মোঃ আবদুল বারীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম, ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে এম দেলোয়ার হোসেন মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র সহকারি শিক মোঃ শাহ্ মাসুম। সপ্তাহব্যাপী প্রশিণ প্রদান করেন প্রশিক আবুস সামাদ কাজল, ট্রেনার পর্ণা সামাদ। প্রশিণে ৪০ জন সাঁতারু অংশ গ্রহণ করেন। প্রশিণ শেষে সেরা প্রতিভাবান ৮ জন সাঁতারুকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য বাছাই করা হয়।
বক্তাগণ প্রশিনার্থীদের বলেন, সাঁতার হচ্ছে সকল বেয়ামের সর্বউৎকৃষ্ঠ পন্থা ও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। যা আমাদের শরীর গঠনে সাহায্য করে এবং জীবন রায়ও সহযোগিতা করে। প্রশিণের মাধ্যমে তোমরা ভালো খেলোয়াড় তৈরী হবে। মাদক থেকে দুরে থাকবে। সুস্বাস্থ্যের অধিকারী হও। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।