মোঃ আকাশ আহমেদ, ভালুকাঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, ভালুকা উপজেলা আওয়ামী লীগের আগত সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম পিন্টু।
তিনি গত শনিবার সকালে ৫টি বাসযোতে তার কর্মী সমর্থক নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। বিকালে সমাধী কমপ্লেক্সে পৌঁছে বিশাল কর্মী সমর্থক নিয়ে বঙ্গবন্ধুর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধী স্থল।
ভালুকা বাসীর পক্ষ হতে পিন্টু’র এ সফর খুবই ইতিবাচক’বলে মনে করে সংশ্লিষ্টরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান পিন্টু,ধীতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আ,লীগ নেতা শফিকুল ইসলাম, রাজৈ ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক,ভালুকা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজিবর রহমান পান্না,রমিজ উদ্দিন খান,হিল্টন মোল্লা,রাসেল তালুকদার,ফয়সাল আহমেদ ফাইজুল,দুলাল হোসেন,রফিকুল মেম্বার,ইমান আলী সহ, বীরমুক্তিযোদ্ধা বৃন্দ,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।