স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় ময়মনসিংহে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছরের ন্যায় বই উৎসব না হলেও উৎসবের অমেজে স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের বাই বিতরণ করা হয়েছে। শনিবার (০১ জানুয়ারী) সকালে নগরীর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্যবিধি মেনে শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরাও সকাল সকাল স্কুলে এসে উপস্থিত হয় নতুন বই হাতে নিতে। স্কুলে এসে নতুন বই হাতে পেয়ে তারাও খুশি।
এদিন সকালে নগরীর নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাব বিনামূল্য বই বিতরণী অনুষ্ঠানর উদ্বাধন করন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রজা বিশ্বাস। এসময় জলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরর উপ- পরিচালক মীর্জা হাসান খসর, জেলা শিা অফিসার মো. রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিা অফিসার শফিউল হক, সদর উপজেলার প্রাথমিক শিা অফিসার জীবন আরা বেগমসহ জেলা-উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলন।
এসময় শিক্ষার্থীরা বলেন, নতুন বইয়ের গন্ধই অন্যরকম এবং নতুন বইয়ের প্রতি সবারই আকর্ষণ থাকে বেশী। সেই অপক্ষোয় থাকি কবে আসবে নতুন বছর। আজ নতুন বই হাতে পেয়ে খুব ভালো লাগছে।
উপস্থিত অভিবাকবৃন্দ বছরের প্রথম দিন শিার্থীদের হাতে বই তুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান।
শিা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রণীর ২ হাজার ১৪০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিার্থীর হাতে ৩৮ ল ৬৮ হাজার ৩২০টি বই এবং প্রাক-প্রাথমিক শিার্থীদের মাঝে ১ লাখ ২ হাজার ৩৭৫টি বই বিতরন করা হয়।
এছাড়া ময়মনসিংহ জেলায় ৮০০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৮৮টি মাদ্রাসায় সরকারী বিনামূল্যের ৭৮ লাখ বই বিতরন করা হবে বলে জেলা মাধ্যমিক শিা অফিসার রফিকুল ইসলাম জানিয়েছেন।
জেলা শিা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই শিার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। সব শিার্থীই নতুন কাসের বই পাবে বলে জানান তিনি।