স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলনকে বাংলা নববর্ষ ১৪২৯ সফলভাবে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম, সিটি কর্পোরেশনের সচিব রাজীব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজুর রহমান প্রমুখ। এছাড়াও প্রস্তুতিমূলক সভায় উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হরিশংকর দাশ, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, এডভোকেট আবুল কাসেম, এডভোকেট নুরুজ্জামান খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় রাজনৈতিক, সামাজিক, এনজিও প্রতিনিধিসহ সাংস্কৃতিক অঙ্গনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।