মোঃ সুমন, রাঙ্গামাটি
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলর বাঙ্গালহালিয়া ইউনিয়নে কুতুরিয়া পাড়া বৌদ্ধ বিহারে বিদশন ভাবনা কেন্দ্র নির্মাণে ডেউটিন ক্রয়ের জন্য টিআর প্রকল্প থেকে নগদে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা। ১১ সেপ্টেম্বর রবিবার সকালে বিহারে গিয়ে বিহার অধ্যক্ষ উঃ চাইন্দ্রাসারা ভিক্ষুর নিকট প্রথমে ২০ হাজার টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কুতুরিয়া পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ উঃ চাইন্দ্রাসারা ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সভাপতি উসাচিং মারমা, সাধারণ সম্পাদক উখ্যাই মারমা,উথোয়ামং মারমা,থোয়াইনু মারমা,উচনু মারমা,উচহ্লা মারমা,সুমন বড়ুয়া।
বিতরন কালে ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন টিআর প্রকল্প থেকে কুতুরিয়া পাড়া বৌদ্ধ বিহারে বিদশন ভাবনা কেন্দ্রর নির্মানে উপরের ডেউটিন ক্রয়ের জন্য নগদে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এবং কাজ শুরু করলে আরো ২০ হাজার টাকা প্রদানের আশ্বাস দেন।