বাড়ছে দ্বিগুন ফলের দাম
মোঃ শহিদুল্লাহ মিয়া
খালিয়াজুরী নেত্রকোনা
আয় নাই তো ব্যয় বেশি
ফল কিনতে গঞ্জে গেছি,
দাম শুনে অবাক হলাম
দোকান থেকে সরে গেলাম।
সাহস পেলাম ফল কিনতে
চড়া দাম টাকা গুনতে,
পনের দিনের ব্যবদানে
দাম বাড়ছে কয়েক দিনে।
গরিব মানুষের জীবন দশা
হাতের নাগালে ফলের আশা,
মধ্যবিত্ত করছে আশা
না মিটলো মনের আশা।
ফলের দিকে চেয়ে দেখি
বাজার চড়া দাম বেশি,
সাধারণ মানুষ কষ্টে আছি
সামনে দিকে ভোক্ত ভুগি।