জাহাঙ্গীর আলম , ভালুকা প্রতিনিধি :
বর্ণাঢ্য শোভাযাত্রা, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ভালুকা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মোড় থেকে আনন্দ শোভাযাত্রা ও র্যালি শুরু হয়ে ভালুকা বাসস্ট্যান্ড হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উক্ত আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। ওই র্যালিতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হোসেন। উক্ত আনন্দ শোভাযাত্রায় ভালুকা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সামসুদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন, উপজেলা যুবদল নেতা তাজমুল মন্ডল, মোহাইমিনুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি, সম্পাদক রফিকুল ইসলাম, পৌর যুবদল নেতা শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্যাহ চৌধুরি ধ্রুব, সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বাশার মন্ডল, সদস্য সচিব কামরুল ইসলাম, শ্রমিক দল নেতা কায়সার আহমেদ কাজল, শাহ মোহাম্মদ সুজন, উপজেলা ছাত্রদলের আহবায়ক লুতফর রহমান খান সানি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ খান সহ সকল অংগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
র্যালি শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবী জানান, এসময় সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মামলা, হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানান তারা।