স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বিএননপি গত নির্বাচনে অনেক কথা বলে শেষ পর্যন্ত নির্বাচনে গিয়েছে, তাই এবারও অংশ নিবে নির্বাচনে। সবদলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল বুধবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য পরবর্তি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। দীপু মনি আরো বলেন, মানুক না মানুক বিএনপি যেহেতু গণতন্ত্রের কথা বলে, তাই নির্বাচনে শেষ পর্যন্ত যাবে। আওয়ামী লীগ নির্বাচন ছাড়া কোনদিন দেশ পরিচালনায় যায়নি। তাই, সবদলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনে সবদল যাবে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মূলক প্রকল্পগুলোতে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিয়ম না জানার কারণে, যে অনিয়ম হয়, তা শেখানোর জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন।
রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান।