মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) : ময়মনসিংহের ফুলবাড়িয়ার বিখ্যাত লাল চিনিতে ভেজাল মিশানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে পৃথক ২টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ১নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল করিম।
আদালত সূত্রে জানা যায়, র্যাব-১৪ এর কাছে গোপন সংবাদ ছিল লাহেড়ীপাড়া এলাকায় খাদ্যে ভেজাল মিশ্রন করা হয়। সেই সংবাদের ভিত্তিতে র্যাব এর সহযোগিতায় বৃহস্পতিবার ১১.৩০মিনিটে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ আদালত সেখানে দেখতে পায়, নালি, সাদা চিনি, আটা ও লাল চিনি মিশিয়ে পরিমাপ করে লাল চিনির প্যাকেট করা হচ্ছে। যা অবৈধভাবে খাদ্য ভেজাল মিশ্রণ ছাড়া আর কিছুই না। আদালত পৃথক দু’টি মামলায় মজিবুর রহমান ও তার স্ত্রী লাকী আক্তার কে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার জরিমানা করা হয়। এ সময় ভেজাল লাল চিনি- ৩৫শ কেজি যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা, পচা নালি ৪ড্রাম ৩৬ হাজার টাকাসহ মোট প্রায় ৪লাখ টাকার মালামাল জব্দ করে তা ধ্বংস করা হয়।