মোঃ নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি–
দিনাজপুরের বিরামপুরে ২০২২-২৩ অর্থবছরে বাজেটের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বিরামপুর দিনাজপুরের আয়োজনে উপজেলা জলাভূমি এবং বর্ষাপ্লাবিত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা এবং ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া ব্রীজ সংলগ্ন ছোট যমুনা শাখা নদীতে পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
এসময় পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলছুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, খামার ব্যাবস্থাপনা কর্মকর্তা প্রফুল্ল চন্দ্র,মৎস্যচাষী ফয়েজ মাহমুদ চৌধুরী মুরাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন জানান, ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানার পুকুর ও জলাশয়ে ৩৬০ কেজি এবং পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া ব্রীজ সংলগ্ন ছোট যমুনা শাখা নদীতে ৪০ কেজিসহ মোট ৪০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।