শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

বিরামপুরে মাদকসেবনের দায়ে ১ জনের ৬ মাসের কারাদণ্ড

Reporter Name / ১৮৯ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১২:০২ অপরাহ্ণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের দায়ে মশিউর রহমান (৩০) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৮আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মশিহুর রহমান বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর রেলগেট মহল্লার মৃত: আব্দুল আজিজের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মশিহুর কেডিসি রোড়ের পাশে বসে মাদক সেবন করছিলো। এসময় মাদক সেবনকালে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ্দ করেন এলাকাবাসী। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার মশিউরকে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন এবং ২ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড ও ৩২ পুরিয়া হিরোইন জব্দ করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, দন্ডিত আসামীকে দিনাজপুর কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।

জানতে চাইলে, ভ্রাম্যমান আদালতের

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুজে পেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে অভিযুক্ত মশিউরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com