মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় সবাইকে সতর্ক হতে হবে : প্রধানমন্ত্রী

রির্পোটারের নাম / ১৭২ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘করোনাভাইরাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, সেখানে আমাদের সতর্ক ও মিতব্যয়ী হতে হবে এবং নিজেদের সঞ্চয় বাড়াতে হবে। এ ছাড়া তেল, গ্যাস, পানি, বিদ্যুতের ব্যবহার সীমিত করতে হবে, যেন অল্প খরচ করা যায়।’

সোমবার নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধনের পর এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি এলাকায় যেখানে খালি জমি আছে, সেখানে যত বেশি পারবেন, খাদ্য উৎপাদন করবেন। প্রতিটি জিনিসের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুতে সাশ্রয়ী হতে হবে। কোনো অপচয় করা যাবে না। বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তার ধাক্কা যেন বাংলাদেশে খুব বেশি ক্ষতি করতে না পারে। সোমবার নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা আরও বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় সব জিনিসের মূল্য বেড়ে যাওয়ায় অর্থনৈতিক গতিশীলতা কিছুটা শ্লথ হচ্ছে। দুই বছরের করোনাভাইরাস ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সেতুগুলো নির্মাণ করে যে কাজ সম্পন্ন করা হয়েছে, সে জন্য যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের ও স্থানীয়দের ধন্যবাদ জানাই। সেতু নির্মাণের ফলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন এলাকায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা সম্ভব হবে, পণ্য পরিবহন সহজ হবে, জীবন-জীবিকার মান উন্নয়ন হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন এলাকায় আমরা সেতু নির্মাণ করে দিলাম। এটার রক্ষণাবেক্ষণ, সুন্দরভাবে ব্যবহার করা আপনাদের দায়িত্ব। আমি মনে করি, এ সেতুগুলো নির্মাণের ফলে প্রতিটি অঞ্চলে আর্থসামাজিক উন্নতি ঘটবে।’

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫টি জেলায় সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত ১০০টি সেতুর মধ্যে চট্টগ্রাম সড়ক জোনের আওতায় সর্বোচ্চ ৪৫টি, সিলেট জোনে ১৭টি, বরিশাল জোনে ১৪টি, ময়মনসিংহ জোনে ৬টি, ঢাকা জোনে ২টি, কুমিল্লা জোনে ১টি, রাজশাহী, রংপুর ও গোপালগঞ্জ জোনে ৫টি করে রয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সেতু হলো মানিকগঞ্জের ঘিওর সেতু, শেরপুরের শিমুলতলী ও পোড়াদহ সেতু, খাগড়াছড়ির লোগাং সেতু, সুনামগঞ্জের রানীগঞ্জ কুশিয়ারা সেতু, দিনাজপুরের কাহারোল সেতু এবং চট্টগ্রামে কালারপোল ও বরকল সেতু।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, এসব সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় আরেক ধাপ অগ্রগতি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com