রঞ্জন মজুমদার শিবু : “এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকালে টাউন হল প্রাঙ্গনে বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। র্যালীটি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সম্মানিত নেতৃবৃন্দ, সসাজসেবা অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তা-কর্মচারী, সরকারি শিশু পরিবার বালিকা ও সরকারি শিশু পরিবার বালক’এর শিশুগণ, অটিজম ও প্রতিবন্ধিতা বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুগণ রংবেরঙের ব্যানার, ফেস্টুন, পতাকা, ব্যান্ডপার্টি নিয়ে অংশ গ্রহণ করেন।
র্যালী শেষে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় হয় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এসময় তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে। সরকার তাঁদের উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন পদপে গ্রহণ করেছে। তাঁদের জন্য ভাতা, উপবৃত্তিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলা প্রশাসক অটিজমের বিভিন্ন কারণ ও প্রতিরোধের উপায়সমূহ আলোচনা করেন, তাঁদের জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিতে উদাত্ত আহ্বান জানান।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের পরিচালক তাহমিনা আক্তার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান।
আলোচনা শেষে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।