স্টাফ রিপোর্টার : ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থার ন্যায্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক আলোচনা সভায় ই-কমার্স, ডিজিটাল আর্থিক লেনদেনের েেত্র ভোক্তাদের আরও সচেতন এবং পণ্য উৎপাদন ও পরিবহনের েেত্র অসম প্রতিযোগিতা বন্ধের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।