স্টাফ রিপোর্টার : “সুরতি বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে পরিচালক (স্বাস্থ্য) বিভাগ, সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর ময়মনসিংহের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালী শুরু হয়ে হাসপাতাল চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। বর্ণাঢ্য র্যালীতে পরিচালক (স্বাস্থ্য) ময়মনসিংহ বিভাগ ডাঃ মোঃ শাহ আলম, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাঃ ইসরাত জাহান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরিতি কুমার পাড়, সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান কবীর, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জাবেদ হোসেন, মেডিকেল অফিসার বৃন্দ সহ অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন। র্যালী শেষে সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।