গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে বেসিক লার্নিং সেন্টারের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকাল ১১টায় ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়
গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও বেসিক লার্নিং সেন্টারের পরিচালক এইচ.টি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর টেক্সটাইল ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আলী জিন্নাহ, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাংবাদিক ওবায়দুর রহমান, আরিফ আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব, টার্গেট পয়েন্ট অফ লার্নিং ইংলিশ এর পরিচালক শামীম খান, ইউনিইড কোচিং এর পরিচালক রনি ও জয়কলি পাবলিকেশনের প্রতিনিধি সজল, বেসিক পরিবারের সদস্য আশিকুর রহমান, মিজানুর রহমান, শান্তা, রুমন মাহমুদ, স্বাধীন মিয়া, এন.জে সাগর, হিমেল আহমেদ, শাকিব মিয়া ও নোমান মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উপহার প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।