শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ব্রাজিলকে হারানোর নায়ক ক্যামেরুনের গোলকিপার

রির্পোটারের নাম / ২০২ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৬:০২ পূর্বাহ্ণ

অনলাইন  ডেস্ক:

মরুর বুকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে ক্যামেরুন। এই ম্যাচে দানবের ভূমিকায় গোলপোস্ট অক্ষত রেখেছেন আফ্রিকার দলটির গোলরক্ষক ডেভিস ইপাসি। পুরো ম্যাচে ব্রাজিলের গুরুত্বপূর্ণ সাতটি শট ঠেকিয়ে দিয়েছেন তিনি। এর ফলে হয়েছেন ম্যাচসেরা ফুটবলার।

বিশ্বকাপে শুরুর দুই ম্যাচে একাদশে ছিলেন না ইপাসি। দলের মূল গোলরক্ষক আন্দ্রে ওনানা শৃঙ্খলা ভাঙার কারণে দেশে ফিরে গেছেন। এতেই সুযোগ পেয়ে নায়ক বনে যান সৌদি প্রো লিগের ক্লাব আবহাতের এই গোলকিপার। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ১৪তম মিনিটেই মার্তিনেল্লির চমকে সাজানো এক হেড ঠেকিয়ে দেন ইপাসি। ৩৮তম মিনিটেও সুযোগ নষ্ট করেন মার্তিনেল্লি।

ম্যাচের ৪৫তম মিনিটে আবারও মার্তিনেল্লির শট ঠেকিয়ে দেন এই গোলকিপার। ক্যামেরুনের ডি-বক্স নেওয়া শট ফিরিয়ে দেন তিনি। এ ছাড়া বিরতির পর এডার মিলিতাওয়ের সোজাসুজি শটসহ বেশ কিছু শট ফিরিয়ে দেন ২৯ বছর বয়সী এই গোলরক্ষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com