স্টাফ রিপোর্টার : ব্র্যাক এর উদ্যোগে ময়মনসিংহ জেলায় জাতীয় মাস্ক বিতরণ ক্যাম্পেইন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ব্র্যাক লার্নিং সেন্টার শম্ভুগঞ্জ ময়মনসিংহে এফএনবি সদস্য ও অন্যান্য এনসজিও সহ মোট ২৩টি এনজিওর মাঝে ২৫ হাজার মাস্ক বিতরণ করা হয়। ব্র্যাক বিশ্বাস করে সকলে মিলেই যে কোন কাজ সফল ভাবে করা সম্ভব আর তাই ব্র্যাক নিজেদের কর্মসুচির মাধ্যমে যেমন রুট লেভেলে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত করছে ঠিক একইভাবে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন, জেলার ও উপজেলার স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে মাস্ক বিতরণ কাযক্রম এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় সহযোগি সংস্থা বা এনজিওদের অন্তভুক্তির জন্য ২৫ হাজার মাস্ক বিতরণ করা হয়। এসময় এফএনবি জেলা কমিটির সদস্যগণ এবং ব্র্যাকের পক্ষে ব্র্যাক জেলা সমন্বয়কারী ও এরিয়া ম্যানেজার (স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসুচি) উপস্থিত ছিলেন।