স্টাফ রিপোর্টার : ব্র্যাক এর উদ্যোগে জাতীয় মাস্ক বিতরণ ক্যাম্পেইন কর্মসূচী শুরু করেছে। গত রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে অনারম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্র্যাক এর উদ্যোগে ২ লক্ষ ৩৮ হাজার মাস্ক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর কাছে এসব করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক হস্তান্তর করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম। এরই ধারাবাহিকতায় ব্র্যাক জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে জেলা ১২টি উপজেলায় ১৯ লক্ষ ৩৮ হাজার মাস্ক বিতরণ করা হবে। মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, এফএনবি’র জেলা শাখার প্রতিনিধি, জোনাল ম্যানেজার এইচ আর, রিজিওনাল ম্যানেজার জেন্ডার জাস্টিস এন্ড ডাইফার সিটি, এরিয়া ম্যানেজার স্বাস্থ্য পুষ্টি কর্মসূচি, এস এস বিডি ইউ (এম এফ)সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।