স্টাফ রিপোর্টার : “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)। এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ ) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, সেলপ এর জোনাল ম্যানেজার আকরামুল ইসলাম, ডিস্ট্রিক ম্যানেজার শোভন বিশ্বাস, মনিটরিং অফিসার নুরুল আশেকিন, প্রশিক রুহুল আমিন, ডেপুটি ম্যানেজার বিশ্বনাথ কুন্ড, অফিসার আব্দুর রহমান, ডিস্ট্রিক ইয়ুথ মোবালাইজার নুসরাত জাহান, পিটি রিফ্রেসর মনিষা হাজং প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্র্যাকে কর্মরত স্ব স্ব মহিমায় সফল ৩ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। সাহসী নারীরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের মোছাঃ আনোয়ারা খাতুন, আনন্দীপুর চর ভবানীপুর গ্রামের রুকসানা আক্তার ও ছনকান্দা গ্রামের মুর্শিদা। সম্মাননা প্রদান করেন মনিরা সুলতানা মনি এমপি। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ ব্র্যাকের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে আলোচকবৃদ্ধ ব্র্যাকের সফল ও সাহসী নারীদের সম্মাননা প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নানামুখী কাজের মাধ্যমে বর্তমানে নারীরা সমাজও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কর্মত্রেসহ সমাজের সকল েেত্র নারীর এই সাহসী ভূমিকাকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামগ্রিকভাবে নারীর জয়যাত্রাকে অব্যাহত রাখা দেশের সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি। আলোচকবৃন্দ টেকসই উন্নয়ন নিশ্চিত করার ল্েয সকল েেত্র নারী-পুরুষের সমতার উপর গুরুত্ব আরোপ করেন।
পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পথনাটিক গণনাটক মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য ব্র্যাক বিগত ৫০ বছর ধরে নারীর অধিকার, জেন্ডার বৈষম্য দুরীকরণ, নারীর প্রতি সহিংসতা বিলোপ ও নারীর অমিত সম্ভাবনা বিকাশে কাজ করছে। যার প্রয়োজন সবচাইতে বেশি, তার পাশে অগ্রাধিকার ভিত্তিতে দাঁড়ানোই ব্র্যাকের উন্নয়ন দর্শণের ভিত্তি। তাই ব্র্যাক তার জন্মলগ্ন থেকেই নারীকে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে সম্পৃক্ত করার ল্েয বিভিন্ন কর্মসূচি, কার্যক্রম ও মডেল গ্রহণ করেছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় উন্নয়নেও সরকারের বৃহৎ সহযোগী হিসেবে কাজ করছে। উন্নয়নের কেন্দ্র বিন্দুতে নারীকে বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্র্যান্ডটিই গড়ে ওঠেছে নারীর মতায়নকে কেন্দ্র করে।