রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ভালুকায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

রির্পোটারের নাম / ৭১ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৮:১৯ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ ৩০ মার্চ : ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার সন্ধায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।হিন্দু,বৌদ্ধ,খ্রীস্টান ও ইসলাম ধর্মের প্রতিনিধিদের নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভালুকা পৌর মেয়র ডাক্তার মেজবাহ উদ্দিন কাইয়ুম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেড শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম মোস্তফা,উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খান প্রমুখ।এছাড়া উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী ভালুকায় খ্রীস্টানদের ব্যাপ্টিষ্ট চার্চ, হিন্দুদের ধর্মীয় ভালুকা কেন্দ্রীয় হরিসভা মন্দির ও নির্মানাধীন ভালুকা মডেল মসজিদ পরিদর্শন করেন। এসময় তিনি দেশে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com