নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ ২৮ ফেব্রুয়ারী : ভরাডোবা ঘাটাইল রাস্তার মেদুয়ারী ক্ষীরু নদীর উপর সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তাবায়নে ১০ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যায়ে মুচিরঘাট এলাকায় রবিবার বিকালে ৬৩ মিটার দৈর্ঘের ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মেদুয়ারী ইউনিয়ন আ’লীগের সভাপতি লোকমান হেকিম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু , ভালুকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ওমর হায়াত খান নঈম , ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জনাব লোকমান হেকিম সরকার, সাধারণ সম্পাদক আবদুল মজিদ মাষ্টার,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন,সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।