নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ ২৪ ফেব্রুয়ারী : ভালুকা উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে নয়া কমিটির সভাপতি ইফতেখার আহমেদ সুজন ও সাধারণ সম্পাদক অনিক তালুকদারের নেতৃত্বে মোটরশোভাযাত্রাসহ বিশাল আনন্দ মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিমান্তবর্তি মাষ্টারবাড়িসহ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে।
পরে মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদ ও ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন সাহেবের করব জিয়ারত করা হয়।
আনন্দ মিছিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিনবটুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ্বসহ কয়েকশ নেতা কর্মী অংশগ্রহণ করেন।