মোঃ আকাশ আহমেদ,ভালুকাঃ
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ছাত্রলীগ নেতাসহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধামশুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সুজন মিয়ার সাথে একই এলাকার রুস্তম আলীর ছেলে আবুল কালাম আজাদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জেরে ৪ সেপ্টেম্বর রবিবার বিকালে সুজন মিয়া, ইদ্রিস আলী, ভালুকা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাকিরুল ইসলাম, তার মা শেফালী আক্তার তাদের দখলীয় জমি থেকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে পূর্বপরিকল্পিত ভাবে আবুল কালাম, রুস্তম আলী সহ আরোও ৬ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে শেফালীর উপর অতর্কিত হামলা চালায়।
এসময় ছাত্রলীগ নেতা শাকিরুল ইসলাম তার ভাই সুজন মিয়া ও তাদের পিতা ইদ্রীস আলী এগিয়ে আসলে আবুল কালাম ও তার সঙ্গীরা তাদেরকেও মারাক্তক ভাবে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী গুরতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় সুজন মিয়া বাদী হয়ে রুস্তম আলী, মোহাম্মদ আবুল কালাম আজাদ, শামসুন্নাহার, ইমন, জুসনা আক্তার ও মাসুদ মিয়া কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখত অভিযোগ দায়ের করে।
এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।
তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।