মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রাকিবুল হাসান খান রাসেলের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন শেষে কোট ভবন শহিদ মিনার চত্তরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি দাবী সহ, আওয়ামীলীগ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দেয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশের গনতন্ত্র ফিরিয়ে আনার দাবী জানান।