মোঃ আকাশ আহমেদ , ভালুকা প্রতিনিধিঃ –
প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। পহেলা নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ দাঃ) আবিদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সহিদ প্রমুখ।