স্টাফ রিপোর্টার : ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক অনুর্ধ্ব-১৫ খেলোয়াড় বাছাই প্রতিযোগিতার দ্বিতীয় দিন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিষদ ঢাকা বাংলাদেশ এর বার্ষিক ক্রীড়াপঞ্জি মোতাবেক ময়মনসিংহ জেলার তিন উপজেলার (ভালুকা, গফরগাঁও ও ত্রিশাল) বালক অনুর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন ও আবাসিক প্রশিণের লে জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের ব্যবস্থাপনায় খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকালে ভালুকা সরকারি ডিগ্রী কলেজ মাঠে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। তিন উপজেলা হতে বাছাই পর্বে ৭৫ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন। এতে প্রতিটি উপজেলা হতে ২ জন করে ৬ জন খেলোয়াড় জেলা পর্যায়ে আবাসিক প্রশিণের জন্য সুযোগ পেয়েছেন।
জেলা ফুটবল এসোসিয়েশন বাছাই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে। বাছাই পর্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল, ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, ত্রিশাল উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য লিটন মিয়া, গফরগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাদ কামাল। প্রধান বাছাই কমিটিতে ছিলেন নাসির উদ্দিন। এছাড়া কোচ হিসাবে ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশন মনোনিত কোচ মোঃ সালাউদ্দিন ও বুরহান উদ্দিন।
এসময় উপজেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শনিবার (২২ জানুয়ারী) ঈশ্বরগঞ্জ চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলার বালক অনুর্ধ্ব-১৫ খেলোয়াড়দের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। রবিবার (২৩ জানুয়ারী) ময়মনংিহে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মুক্তাগাছা, ফুলবাড়িয়া ও সদর উপজেলার বালক অনুর্ধ্ব-১৫ খেলোয়াড়দের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।