মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদের দিক নির্দেশনায় দিবসটি উপলক্ষে র্যালী, মিলাদ, দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এছাড়াও শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিবাক সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল বাবুলের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফরিদের পরিচালনায়, বক্তব্য রাখেন, আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিক-উজ-জামান লস্কর, সহকারী প্রধান শিক্ষক আলী আকবর, ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরে আলম জিকু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধােন সম্পাদক আতাউর রহমান কামাল, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ আলিম, আনিসুর রহমান বিএ, সালমা বেগম, নাজমুন্নাহার, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, স্বপন চন্দ্র রায়, হুমায়ুন কবির, মো. নুরুজ্জামান, সুমাইয়া বেগম, নাহার আক্তার, ঝর্ণা বেগম, রাকিবুর রহমান সুজন, জুলহাস উদ্দিন, দিলিপ চন্দ্র রায়, মুঞ্জুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।