নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ ১১ মার্চ : ভালুকা উপজেলার ১১ নং রাজৈই ইউনিয়নের মোহনা গ্রামে বাস করেন রেনু মিয়া (৫০) । ওই গ্রামের সমর আলীর ছেলে রেনু মিয়া দিন মজুর হিসাবে কাজ করে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে অতি কষ্টে সংসার চালান । নিজের ২শতাংশ জমি বেদখল থেকে নিজের কাছে ফিরে আসে কিছু দিন আগে । পলিথিন এর চালা ও বেড়া দিয়ে তৈরী ছোট্ট ঘরে পরিবারের ৪ জন ঠাসাঠাসি করে মানবেতর দিন কাটান । শুক্রবার দুপুরে ব্যাক্তিগত তহবিল থেকে রেনু মিয়াকে প্রায় একলক্ষ ৫০ হাজার টাকা খরচ করে টিনের চালার একটা ঘর করে দিচ্ছেন চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা মিয়া ।
শুক্রবার দুপুরে ওই ঘরের কাজ শুরু করার সময় নূরুল ইসলাম বাদশা মিয়া বলেন, জানুয়ারী মাসে ইউপি নির্বাচনে ভোট চাইতে গিয়ে রেনু মিয়ার দৈন দশা দৃষ্টিতে আসে । তাই তিনি রেনু মিয়াকে ব্যাক্তিগত তহবিল থেকে ১২হাত/১৬ হাতের ঘরটি করে দিচ্ছেন । পর্যায় ক্রমে তার বাড়িতে বিদ্যূৎ ও একটি পাকা পায়খানা ও পানির কলের ব্যাবস্থা করে দিবেন । রেনু মিয়া আওয়ামীলীগের সমর্থক হিসাবে সকল মিটিং মিছিলে গেলেও কোন দিন ভিজিএফ বা ভিজিডি কার্ডের জন্যও আবেদন করেন নি । তাকে ভিজিএফ কার্ডের ব্যাবস্থাও করে দিবেন ।রেনু মিয়া আবেগ তারিত হয়ে বলেন তার আর কিছু চাওয়ার নাই ।