মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় হুমায়ুন কবির নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এস আই) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ৮ ফেব্রুয়ারী বেলা ১২ টার দিকে ভালুকা মডেল থানার ব্যারাক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বলেন, ব্যারাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই এস আই এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।