নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা রেলওয়ে পুলিশ।
শুক্রবার (০৪ মার্চ) দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন-তৌহিদ হোসেন, মরিয়ম বেগম ও ডলি আক্তার।
ভৈরব রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৪ মার্চ) দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে ঢাকা জেলা গোয়েন্দা রেলওয়ে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী তৌহিদ হোসেন, মরিয়ম বেগম ও ডলি আক্তারকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে বডি ফিটিং অবস্থায় থাকা ৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।